আইজিপির বাণী
স্বাধীনতার প্রথম প্রহরে স্বশস্ত্র পাকবাহিনীর সম্মুখ প্রতিরোধে আত্মদানকারী শহিদ পুলিশ সদস্যদের স্মরণে প্রতিষ্ঠিত ‘শহীদ পুলিশ স্মৃতি কলেজ’। প্রতিষ্ঠালগ্ন থেকে ‘শহীদ পুলিশ স্মৃতি কলেজ’ তার কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষাদান করে ভূয়সী প্রসংশা অর্জন করেছে। একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে তথ্য ও প্রযুক্তির উৎকর্ষতায় বিজ্ঞান মনষ্ক সুশিক্ষিত জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। ইতোমধ্যেই সর্বাধুনিক পদ্ধতি প্রয়োগ করে শ্রেণিপাঠদানের মাধ্যমে ‘শহীদ পুলিশ স্মৃতি কলেজ’ দেশের শীর্ষস্হানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের কাতারে অবস্হান করে বাংলাদেশ পুলিশ বাহিনীকে গর্বিত করেছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, স্কাউটিং, বিজ্ঞান মেলা, বিভিন্ন অলিম্পিয়াড, খেলাধুলা ইত্যাদি কো-কারিকুলাম কার্যক্রমে অংশ গ্রহণ করে অসামান্য সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। আমি আশা করছি অতিশীঘ্রই ‘শহীদ পুলিশ স্মৃতি কলেজ’-এর শিক্ষার্থীরা আগামী প্রজন্মকে গতিশীল নেতৃত্ব দানের মাধ্যমে দেশমাতৃকার সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।
অতি অল্প সময়ে ‘শহীদ পুলিশ স্মৃতি কলেজ’-এর আকাশচুম্বি সাফল্য ও শিক্ষা ব্যবস্থায় সর্বাঙ্গীন আধুনিকতার সাথে সম্পৃক্ত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মোঃ ময়নুল ইসলাম, এনডিসি
ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ
ও
পৃষ্ঠপোষক, শহীদ পুলিশ স্মৃতি কলেজ